বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের প্রতিনিধিরা বলেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এ মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। অর্থনীতিতে মূল্যস্ফীতি ঘটাবে এবং সব স্তরে এর অভিঘাতে যে জনঅসন্তোষ সৃষ্টি হবে সরকারকেই তার দায়িত্ব নিতে হবে। দুর্নীতি লুটপাটের কারণে যে মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে তার বিরুদ্ধে গণআন্দোলন প্রয়োজনে গণআদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা হবে। কারণ বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তা বিঘি্নত হবে। কৃষি পণ্যের মূল্য প্রাপ্তিতে কৃষককে নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন (বিইআরসি) এ বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানি তৃতীয় ও শেষ দিনে দিনের অংশ নিয়ে নাগরিক ঐক্যের নেতারা এ কথা বলেন। একই সময় কমিশনের সামনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়। শুনানিতে অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের পক্ষ থেকে ইফতেখার আহমেদ বাবু, খন্দকার সেলিম। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাদল চৌধুরী, আবু বকর সিদ্দিক, কাজী নুরুন্নবী, মোফাখখারুল ইসলাম নবাব, খন্দকার সেলিম, শফিকুর রহমান হিরু, বিথী জিন্নুর।
বিদ্যুৎ নিয়ে সরকারের জুলুমবাজি প্রতিরোধ করতে হবে : জেএসডি
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, বিদ্যুতের দাম নিয়ে সরকারের জুলুমবাজি প্রতিরোধ করতে হবে। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রেন্টাল পাওয়ার প্লান্ট ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করতে যেয়ে ৫ থেকে ৬ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। কিন্তু জনগণের বিদ্যুৎ প্রাপ্তিতে কোনো অগ্রগতি হয়নি। বর্তমানেও সরকার নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তের ব্যবহৃত বিদ্যুতের দাম শতকরা ৩২ ভাগ পর্যন্ত বাড়ানোর পাঁয়তারা করছে। যাকে চরম জুলুম ছাড়া আর কিছুই বলা যায় না। আজকে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে এ জুলুম প্রতিরোধ করতে হবে।
অপরদিকে 'উপর্যুপরি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে' আগামী ৯ মার্চ বাংলাদেশ ন্যাপ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।