ঢাকায় আসছেন মোনালি ঠাকুর। আগামী ১৩ নভেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে করপোরেট ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। ওইদিন সকালেই ঢাকায় এসে পেঁৗছানোর কথা রয়েছে তার। আয়োজকরা জানান, অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায়। এ আয়োজনে মোনালির পাশাপাশি থাকছে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা।
পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর 'ইন্ডিয়ান আইডল' প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর উপমহাদেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এই গায়িকা পেয়ে যান বলিউডের ছবিতে কাজ করার সুযোগ। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে 'রঘুপতি রাঘব' [কৃষ থ্রি], 'সাওয়ার লু' [লুটেরা], 'জারা জারা টাচ মি' [রেস], 'আগা বাঈ' [আইয়া] প্রভৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।