টেনিস ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দ্বন্দ্ব কোনটা বলা মুশকিল। ফেদেরার-নাদাল, জকোভিচ-ফেদেরার, নাদাল-জকোভিচদের লড়াই বর্তমানে। অতীতে লেন্ডল-ম্যাকেনরো, কনোর-লেন্ডল, কনোর-ম্যাকেনরোদের লড়াইও কম আকর্ষণীয় ছিল না। তাছাড়া গত শতাব্দীর শেষ দশকে সবচেয়ে আকর্ষণীয় লড়াই ছিল আগাসি-সাম্প্রাসের মধ্যে। তবে নাদাল-জকোভিচ বোধহয় অতীতকে ছাড়িয়ে যেতে চলেছেন। ওপেন যুগে সর্বোচ্চ ৩৭ বার মুখোমুখি হয়েছিলেন লেন্ডল-ম্যাকেনরো। ইউএস ওপেনের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন নাদাল-জকোভিচ। দুজনের ৩৭তম সাক্ষাৎ! ইতিহাসকে অতিক্রম না করলেও স্পর্শ করা তো হলো! কে জানে, নাদাল-জকোভিচ লড়াইটাই হয়তো একদিন 'গ্রেট রিভালরি' হিসেবে স্বীকৃতি পাবে টেনিসে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।