একইসঙ্গে পর্ষদ সভায় হাজির হয়ে কোন পরিচালক অতিরিক্ত আর্থিক সুবিধা যাতে না নেয় সে বিষয়টিও নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পর্ষদের সদস্য নয় এমন ব্যক্তি, বহিরাগত ব্যক্তি ও শেয়ারহোল্ডাররা উপস্থিত থাকছেন। আবার কয়েকটি ব্যাংক তাদের পরিচালকদের বিধি মোতাবেক প্রদেয় সম্মানীর অতিরিক্ত আর্থিক সুবিধা দিচ্ছে। ”
“কিন্তু এসবই আইন বিরুদ্ধ।
এজন্য কোন পরিস্থিতিতেই কোন বহিরাগত ব্যক্তি বা শেয়ারহোল্ডার যাতে পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত না থাকেন এবং কোন পরিচালক নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ না নেন তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ”
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পর্ষদ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব থাকতে পারেন। এছাড়া পর্ষদ বা পর্ষদের আহ্বানক্রমে ব্যাংকের কোন কর্মকর্তা তার সংশ্লিস্ট কোন বিষয় উপস্থাপনের জন্য সভায় উপস্থিত হতে পারেন।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯৮ এর ১৮(১) ধারা অনুযায়ী কোন ব্যাংক কোম্পানির কোন পরিচালক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশ গ্রহণের জন্য নির্ধারিত ফিস ব্যতীত অন্য কোন আর্থিক বা অন্য কোন সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না।
বর্তমানে পরিচালনা পর্ষদের সভায় উপস্থিতির জন্য একজন পরিচালককে সর্বোচ্চ ৫ হাজার টাকা দেওয়ার নিয়ম রয়েছে।
তবে সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সাবেক পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডাররা উপস্থিত থেকেছেন। এমনকি পর্ষদের আলোচনায় তারা মতামতও দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ এসেছে।
এছাড়া কয়েকটি ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় হাজির হওয়ার জন্য তাদের পরিচালকদের ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছে।
সম্প্রতি একটি সরকার মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত পর্যবেক্ষকও সভায় হাজির হয়ে অতিরিক্ত অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তিনি প্রথম বৈঠকে হাজির হয়েই ৩০ হাজার টাকা নিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।