সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।
ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পর্ষদ দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরক সকল ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলন করে।
এই সাংবাদিক সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পর্ষদ-এর সদস্য সচিব কাজী মনির হোসেন। এ সময় উপস্থিত ছিনেন, সংগঠনের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারজানা কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাওসিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
সচিব কাজী মনির হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পর্ষদ দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সকল ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা মনে করছি, দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ দাবি, পুরো ছাত্র সমাজের দাবি। তাই আমরা ছাত্র সমাজের প থেকে মহামান্য রাষ্ট্রপতি, ইউ.জি.সি কর্তৃপ ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে জাহিদুল ইসলাম জানান, গত ১১ ও ১২ জানুয়ারি ২০১০ তারিখে বিভিন্ন টিভি চ্যানেল ও দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি, দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্য, রেজিষ্ট্রার, ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগসহ সেমিস্টার ভিত্তিক জি পি এ কার্ড প্রদান ও সমাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ১১ জানুয়ারি ২০১০ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী্রা এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন এবং মহামান্য রাষ্ট্রপতি, ইউ. জি. সি. বরাবর এবিষয়ে স্বারকলিপি প্রদান করেন।
তিনি জানান, এর আগে ৩১ মে ২০০৯ তারিখে তারা একই দাবিতে অনশন করেন। ওই অনশনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহের কিছু অংশ ৬ মাসের মধ্যে পূরণের লিখিত অঙ্গীকার করলেও তা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়নি। যা সাধারণ ছাত্র-ছাত্রীদের চরম আস্থাহীনতা বিক্ষোভের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরো জানান, গত ০৬ জানুয়ারী ২০১০ তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজারবাগ পুলিশ লাইনের সামনে দুই ঘন্টা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপ দাবী পূরণের প্রতি ভ্রুপে না করে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে মামলা ও ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি জি পি এ কার্ড প্রদানের সময় ঘোষণার শেষ দিনে শিক্ষার্থীরা কর্তৃপরে সিদ্ধান্ত জানতে চাইলে উপাচার্য মৌখিকভাবে দাবী মেনে নেয়া হয়েছে বলে জানান।
কিন্তু শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে উপাচার্যকে অঙ্গীকার করার অনুরোধ জানালে তিনি প্তি হয়ে উঠেন এবং অস্বীকৃতি জানান। যদিও এই উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ তার কোন বৈধ নিয়োগ পত্র নেই। শিক্ষার্থীরা দাবী পূরণের জন্য বিশ্ববিদ্যালয় অবরোধ করলে পরবর্তিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ আগামী ১৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থীদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
তিনি জানান, দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি নিঃসন্দেহে যৌক্তিক এবং প্রশাসনের এই তালবাহনা ও আন্দোলন দমনে স্বৈরাচারী মনোভাব ন্যাক্কারজনক।
আমরা ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পর্ষদ’ দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সকল ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।