হবিগঞ্জের মাধবপুরের পূর্ব কাশিপুর এলাকায় দাফনের ৪৭ দিন পর আদালতের নির্দেশে স্কুলছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলামের উপস্থিতিতে গতকাল লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
গত ৯ নভেম্বর শান্ত বৃষ্টিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে বৃষ্টির পরিবারের লোকজনকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে বাধ্য করে। এ ঘটনায় ২৮ নভেম্বর বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন শান্ত ও তার পিতা জলফু মিয়াসহ ৯ জনকে আসামি করে মামলা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।