কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই এবং মানিকগঞ্জে কিশোরকে হত্যা করা হয়েছে। পাবনায় গম ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির লাশ।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা কালীগঙ্গা ব্রিজের কাছ থেকে গতকাল সকালে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ। নিহত কিশোরের নাম বোরহান উদ্দিন (১৬)। সে সদর উপজেলার কুটাই গ্রামের মো. আখের মোল্লার ছেলে। সে ঘিওর উপজেলার তরায় রাজা মিয়ার ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ফার্নিচার দোকানের মালিক রাজা মিয়া জানায়, বোরহান খুব ভালো ছেলে। ওর সঙ্গে কারও কোনো ঝগড়া-বিবাদও ছিল না। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তে হত্যারহস্য উদ্ঘাটিত হবে। হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে বিচারে সোপর্দ করা হবে। পাবনা : পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের একটি গম ক্ষেত থেকে শুক্রবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসাদুল ইসলাম (৩২) বাঐকোলা গ্রামের আজমত আলীর ছেলে। কুমিল্লা : কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর পশ্চিম পাড়ায় ছোট ভাই আলী আশারাফের (৪৩) উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই আলী আজ্জম (৫৫) খুন হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।