>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সময়, সন্ধা সাতটা বেজে চার মিনিট।
এই সময় স্টার ওয়ার্ল্ড এ castle নামক একটি সিরিজ হয়। আমি টিভি রুমে গেলাম অনুষ্ঠান টা এক্টু দেখতে।
আব্বাজান পাশে বসে ছিল। আমি বললাম,'দেখ আব্বু,দারুন না এই প্রোগ্রাম টা?'
আব্বু বললো,তুমি ইংরেজিতে পেয়েছ মাত্র ৭৮।
(পুরাই ইরেলেভেন্ট জবাব)
চ্যানেল change করে ডিসকভারি দিলাম। মানব দেহের এনাটমি নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম। আবার আব্বুর গলা শুনলাম। তিনি বললেন,বায়োলজিতে পেয়েছ ৬৯।
(আবারো পুরাই অপ্রাসঙ্গিক মতামত)
moral:টেলিভিশন যতই এডুকেটিভ বিনোদন দিক না কেন তা আমার কোনো উপকারে আসছে না। (আমার অন্তত তাই মনে হয়)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।