আমাদের কথা খুঁজে নিন

   

বটতলার নাটক 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'

নাট্যদল বটতলা মঞ্চস্থ করতে যাচ্ছে নিরীক্ষাধর্মী নাটক 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'। এটি দলের পঞ্চম প্রযোজনা। আফ্রিকান লেখক মুহাম্মদ বেন আবদাল্লার মূল রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।বটতলার পরিচালক কাজী রোকসানা রুমা জানান, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া'র কেন্দ্রীয় চরিত্র মাল্লাম ইলিয়ার রূপায়ণ করবেন পংকজ মজুমদার। মালওয়াল চরিত্রে তৌফিক হাসান ভুঁইয়া, শমসের, সৈন্য-৫ ও মুখোশ অভিনেতার চরিত্রে কাজী রোকসানা রুমা, খোদেজা ও হালিমা চরিত্রে হুমায়রা আখতার, আদম চন্দ্রপুরী চরিত্রে মিজানুর রহমান অভিনয় করবেন। তিনি আরও বলেন,' 'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া' নাটকের গল্পটি অসাধারণ। যারা গল্পটি জানেন তাদের আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমরা গল্পটি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে নির্মাণ করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। রুমা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার একই স্থানে নাটকটি আবারও মঞ্চস্থ করবেন তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.