আমাদের কথা খুঁজে নিন

   

৫ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিলেন সরকারি দ

ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রায় সাড়ে ৫ কোটি টাকার কাজের টেন্ডার হাতিয়ে নিয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা। গতকাল এ টেন্ডার নিয়ে দিনভর চলে উত্তেজনা। এ কাজের জন্য যারা শিডিউল কিনেছিলেন তাদের কাউকেই তা জমা দিতে দেননি আওয়ামী লীগের কতিপয় নেতা। যারা শিডিউল জমা দিতে গিয়েছেন তাদের দুজনকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় ফরিদপুর জেলার বিভিন্ন স্কুলে আধুনিক ল্যাট্রিন নির্মাণসহ বিভিন্ন কাজের বিপরীতে টেন্ডার আহ্বান করা হয়। সাত গ্রুপে বিভক্ত এ কাজের জন্য দেড় শতাধিক শিডিউল বিক্রি হয়। প্রতিটি শিডিউল ২ হাজার টাকায় বিক্রি করা হয়। গতকাল ছিল শিডিউল জমা দেওয়ার শেষ তারিখ। ঠিকাদারদের অভিযোগ, ক্ষমতাসীন দলের কতিপয় নেতা সিন্ডিকেটের মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিয়েছেন। তারা তাদের পছন্দের ঠিকাদারদের শুধু শিডিউল জমা দিতে দিয়েছেন। তাদের অভিযোগ, দেড় শতাধিক শিডিউল বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ১৫-১৬টি। বিষয়টি নিয়ে ঠিকাদারদের কেউ কেউ থানা পুলিশ ও র্যাবকে জানালে র্যাব-পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র দে জানান, শিডিউল জমা নিয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। শিডিউল জমা নিয়ে সরকারি দলের ক্যাডারদের বাধাদানের ঘটনাটি ঠিক নয় বলে তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.