নওগাঁয় সিভিল সার্জন অফিসে পুলিশকে জিম্মি করে টেন্ডার বাক্স ভেঙ্গে টেন্ডার ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সিভিল সার্জন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে।
এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা: আলাউদ্দীন জানান, প্রায় সোয়া ২ কোটি টাকা মুল্যের নওগাঁ সদর হাসপাতালের জন্য ওষুধপত্র, সার্জিক্যাল সামগ্রী, গজ-ব্যান্ডিজ, আসবাবপত্র, লিলেম সামগ্রী এবং কেমিক্যাল সরবরাহের জন্য প্রকৃত ঠিকাদারদের কাছ থেকে টেন্ডার আহবান করা হয়। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার দুপুর পর্যন্ত টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল।
সে মোতাবেক টেন্ডার জমাদানের জন্য কার্যালয়ের সামনে একটি টেন্ডার বাক্স পুলিশ প্রহরায় রাখা হয়। ঠিকাদাররা এসে তাদের দরপত্র জমা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ পুলিশের উপস্থিতিতেই ১৫/২০ জনের একদল সন্ত্রাসীরা এসে প্রকাশ্যে বক্স ভেঙ্গে টেন্ডার ছিনতাই করে নিয়ে যায়। পরে তিনি জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান এবং নওগাঁর দায়িত্বরত সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় সিভিল সার্জন ডাঃ আলাউদ্দীন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।