[পূর্ব প্রকাশের পর]
১৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কত বছর চাকরি করেন?
ক. বাইশ বছরখ. তেইশ বছর
গ. চবি্বশ বছরঘ. পঁচিশ বছর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭-১৮ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
আরিফ দশম শ্রেণীতে পড়ে। ছাত্র হিসেবে যে যথেষ্ট মেধাবী। কিন্তু সে খারাপ বন্ধুদের সঙ্গে উঠা-বসা করতে করতে এখন মাদক সেবনের নেশায় আসক্ত হয়েছে। মাঝে মাঝে বাসায় মা-বাবার টাকাও চুরি করে সে। গতকাল সে রাস্তায় ছিনতাই করতে গিয়ে র্যাবের হাতে ধরে পড়ে।
১৭.আরিফের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়নি?
ক. জীবসত্তা খ. মানবসত্তা গ. অর্থসত্তা ঘ. লোভ
১৮.আরিফের এ পথ থেকে উত্তরণের উপায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে যা পরামর্শ হতে পারে_
র. মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে
রর. নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে
ররর. শিক্ষার আসল উদ্দ্যেশ জীবনে প্রতিফলিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র,রর ও ররর
১৯.প্রাবন্ধিক পল্লী সাহিত্য সংগ্রহকে জরুরি মনে করেছেন, কারণ_
র. শহুরে সাহিত্যের আগ্রাসন থেকে রক্ষা পেতে
রর. বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধ করার জন্য
ররর. জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২০.কবি স্বাধীনতার চির অম্লান অস্তিত্ব কল্পনা করেছেন কোন পঙ্ক্তিতে?
ক. শ্রাবণে অকূল মেঘনার বুকে
খ. বয়েসী বটের ঝিলিমিলি পাতা
গ. ফসলের মাঠে কৃষকের হাসি
ঘ. খোকার গায়ের রঙিন কোর্তা
২১. 'অপূর্ব ক্ষমা' গল্পাংশটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের কত নম্বর প্রবাহ থেকে সংকলন করা হয়েছে?
ক. একাদশ খ. দ্বাদশ গ. পঞ্চদশ ঘ. ষোড়শ
২২.ফটিকের মাতা ঈষৎ ক্ষুণ্ন হলেন কেন?
ক. ফটিক মাখনকে মেরেছে বলে
খ. ফটিক তাকে ঠেলে দেওয়ায়
গ. হঠাৎ করে বিশ্বম্ভর বাবু এসে পড়ায়
ঘ. ফটিকের কলকাতা যাবার আগ্রহ বলে
২৩. ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৭৪৯ খ্রিস্টাব্দে খ. ১৭৫৯ খ্রিস্টাব্দে
গ. ১৭৬৯ খ্রিস্টাব্দে ঘ. ১৭৭৯ খ্রিস্টাব্দে
২৪. কবি ডিএল রায় এদেশে মৃত্যবরণ করতে চান, কারণ_
র. এদেশের প্রাকৃতিক দৃশ্য কবিকে মোহিত করেছে
রর. জন্মভূমিতে মৃত্যুবরণ করলে তাঁর আত্দা শান্তি পাবে
ররর. কবির কাছে জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় বলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসে দেখা যায়_ হালিমা, আমেনা, ফাতেমাসহ অনেক নারী স্বামীর নির্যাতনের শিকার। এ নারীদের বিশ্বাস- স্বামীর পুরো হুকুম মানা এবং দাসীর মতো পরিশ্রম করাই তাদের প্রধান কাজ। আর শাস্তি! ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মেনে নেয়।
২৫. উদ্দীপকের মূলভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ অধ্যায় কোনটি?
ক. অপূর্ব ক্ষমা খ. ছুটি
গ. মহেশ ঘ. জাগো গো ভগিনী
২৬. উক্ত অধ্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাক্য কোনটি?
ক. জাএদা কাঁদিয়াছিলেন কিনা, তাহা কেহ লক্ষ্য করে নাই
খ. নারীর অন্তর, বাহির, মতিষ্ক, হৃদয়, সবই দাসী হইয়া পড়িয়াছে
গ. ওরে ফটিক, বাপধন রে!
ঘ. আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রইল
২৭. কোন কোন শব্দের প্রয়োগে সত্যেন্দ্র নাথ দত্ত অত্যন্ত সুদক্ষ ছিলেন?
ক. আরবি ও ফরাসি খ. ফারসি ও আরবি
গ. উর্দু ও আরবি ঘ. উর্দু ও ফারসি
২৮. 'বাংলাদেশের জনগণ কাকে 'জননী সাহসিকা' অভিধায় অভিষিক্ত করেছেন?
ক. কামিনী রায়খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমামঘ. বেগম রোকেয়া
২৯. মায়ের চোখ ঝাপসা কেন?
ক. খোকার করুণ অবস্থা দেখে
খ. খোকার হাসিমুখ দেখে
গ. নতুন শাড়ি দেখে ঘ. বয়স হওয়ার কারণে
৩০. 'সাইফুল্লাহ' বা 'আল্লাহর তরবারি' কার উপাধি ছিল?
ক. খালিদ ইবনে ওয়ালিদ খ. হজরত উমর (রা.)
গ. হজরত আবুবকর (রা.) ঘ. ইবনে সিনা
৩১. 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'_ এ কথার তাৎপর্য হলো_
র. মানুষ খারাপটাকে গ্রহণ করতে চায়
রর. মানুষ কুরুচি দ্বারা সংক্রামিত হয়
ররর. মানুষ কুরুচি দ্বারা উৎসাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপক থেকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস_
ইহাই আমার ব্রত হউক, ইহাই আমার অভিলাষ।
পরের দুঃখে কাঁদতে শেখা তাহাই শুধু চরম নয়,
মহৎ দেখে কাঁদতে জানা_ তবেই কাঁদা ধন্য হয়।
৩২. উদ্দীপকের বক্তব্য কোন কবিতার ভাববস্তুকে নির্দেশ করে?
ক. কপোতাক্ষ নদ খ. মাগো ওরা বলে
গ. পরার্থেঘ.শহিদ স্মরণে
৩৩. উলি্লখিত বক্তব্য সমর্থন করে যে / যে যে মন্তব্যকে, তা হলো_
র. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ
রর. অন্যের দুঃখ-কষ্টের প্রতি নিজেকে সম্পৃক্ত করা
ররর. ভোগ নয়, ত্যাগেই স্বার্থকতা নিহিত [চলবে]
উত্তরমালা : ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক ৩১.ঘ ৩২.গ ৩৩. ঘ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।