আমাদের কথা খুঁজে নিন

   

১২০০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নাজিরাবাড়ি এলাকায় তাবলিগপন্থি মাদ্রাসাছাত্র, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মাওলানা সাইফুল ইসলাম বাদী হয়ে বিজয়নগর থানায় ১৬৬ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে আসামি করে মামলাটি করেন। ইতোমধ্যেই ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযানের কারণে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। এদিকে তাবলিগপন্থিদের ওপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কয়েকশ ছাত্র মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের হাসপাতাল সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন হাফেজ খায়রুল ইসলাম, হাফেজ জুনায়েদ, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বকর প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.