আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের ক্যাম্পাসজুড়ে ওয়াইফাই ****

বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ক্যাম্পাস ওয়াইফাই ইন্টারনেটের আওতায় আসছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নিবন্ধিত শিক্ষার্থীরা নূ্যনতম ৫১২ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বেস টেকনোলজিসের সহযোগিতায় ক্যাম্পাস জুড়ে ইন্টারনেট সেবা দেবে ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বেস টেকনোলজিস ৩২টি এপি'র মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সেবা বুয়েটের প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, গ্রন্থাগার, হল, শিক্ষকদের আবাসিক ভবনসহ সমগ্র ক্যাম্পাস জুড়ে পেঁৗছে দিতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। বেস টেকনোলজিসের প্রধান টেকনিক্যাল অফিসার মইনুল হোসেন ভুঁইয়া রিপন জানিয়েছেন, বুয়েটে প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্য কেউ যেন তার আইডি পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সে জন্য 'ডিভাইস রেস্টিক্টেড' করে দেওয়া হবে। একটি নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড একটি ডিভাইসের বেশি স্থানে ব্যবহার করতে দেওয়া হবে না। * ইনফো ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.