প্রতিবারের মতো এবারও তারকা শিল্পীদের বই এসেছে জাতীয় গ্রন্থমেলায়। যেসব তারকা নিজ পেশার পাশাপাশি সাহিত্যচর্চা করছেন তাদের সবারই বই প্রকাশ হয়েছে এবার। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা-২০১৪-এ প্রকাশ প্রতীক্ষিত বইয়ের তালিকায় উঠে এসেছে বেশ ক'জন উল্লেখযোগ্য তারকার নাম। এর মধ্যে মেলার প্রথম দিনেই 'শোধ' শিরোনামে একটি গল্পগ্রন্থ নিয়ে গ্রন্থমেলায় হাজির হন অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। এ বইয়ে 'শোধ', 'কাকের বাসা', 'প্রতীক্ষার প্রান্তে' প্রভৃতি শিরোনামের গল্প রয়েছে। প্রতিবারের মতো এবারের বইটিরও প্রচ্ছদ এঁকেছেন তার কন্যা বিপাশা হায়াত। বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশন। এদিকে বিশিষ্ট সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর পাঁচটি বই প্রকাশ পাচ্ছে এই গ্রন্থমেলায়। বইগুলোর মধ্যে রয়েছে 'সখী নীরবে থাকিস', 'ভালোবাসি আজও কালও', 'আমার মায়ের মুখ', 'আব্বাস উদ্দীনের গান' এবং 'ইমামের শুভদৃষ্টি'। তার বইগুলো মুক্তদেশ প্রকাশনা থেকে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে মুস্তফা জামান আব্বাসী বলেন, সংগীতচর্চার মতোই মনের খোরাক নিবারণে লেখালেখি করি। আশা করি, এবারের বইগুলোও পাঠকদের দৃষ্টি কাড়বে। এদিকে বিশিষ্ট নাট্যজন দম্পত্তি ড. ইনামুল হক এবং লাকী ইনাম গ্রন্থমেলায় আসছেন তাদের আলাদা আলাদা বই নিয়ে। এর মধ্যে লাকী ইনাম বেগম রোকেয়ার 'সৌর জগৎ' গল্প অবলম্বনে 'আকাশ ভরা সূর্য তারা' নামে একটি নাট্যগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন। নাট্যগ্রন্থটি তার নিজস্ব প্রকাশনা সংস্থা নাগরিক থেকে প্রকাশিত হচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন লাকী ইনামের জামাতা অভিনেতা সাজু খাদেম। আর বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হক হাজির হচ্ছেন তার লেখা দুটি নাট্যগ্রন্থ নিয়ে। এর একটি 'কেবা আপন কেবা পর', অন্যটি 'একটিই তো জীবন'। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এ নাটক দুটি বেশ ক'বছর আগে ছোটপর্দার জন্য লিখেছিলাম। তবে গ্রন্থাকারে প্রকাশের জন্য আবার নতুন করে লিখেছি। আশা করি, বই দুটি পাঠকদের ভালো লাগবে।' নাট্যগ্রন্থ দুটিও প্রকাশ করবে নাগরিক প্রকাশনী। একুশে গ্রন্থমেলার নিয়মিত লেখক বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীর এবার আসছেন পাঁচটি বই নিয়ে। বইগুলো হলো 'মুক্তিযুদ্ধের বন্ধুরা', 'দেশ দেশান্তর', 'স্মৃতি আলাপন মুক্তিযুদ্ধ', 'স্মরণ' ও 'জয়তু ম্যান্ডেলা'। এ ছাড়া নন্দিতা প্রকাশনা থেকে আসছে কণ্ঠশিল্পী সামিরা আব্বাসীর গল্পগ্রন্থ 'গল্পগুলো ভালোবাসার'। সিনিয়র শিল্পী-কুশলীদের মধ্যে এ বছর বই প্রকাশের আরও সম্ভাবনা রয়েছে নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ফালগুনী হামিদ, নাট্যকার মাসুম রেজা, নাট্যনির্মাতা মোহন খান, অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ, নাট্যাভিনেত্রী ঈশিতা, অভিনেতা শাহরিয়ার নাসিম জয়, নাট্যকার-নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখের। জানা যায়, এই তারকা শিল্পীদের বই প্রকাশ হবে গ্রন্থমেলার মাঝামাঝি সময়ে। এখন বইগুলো সম্পাদনা এবং ছাপানোর প্রক্রিয়া চলছে। এবারের গ্রন্থমেলায় গেল বছরের মতো জুনিয়র তারকাদের বই সে অর্থে প্রকাশের খবর মিলেনি এখনো। তবে সেই বিভাগে একমাত্র নাম হিসেবে উঠে এসেছে জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকের নাম। এবার তিনি প্রকাশ করছেন তার প্রথম উপন্যাস। নাম ঠিক না হওয়া এই উপন্যাস প্রসঙ্গে সিদ্দিক বলেন, 'আমি অনেক নাটক লিখেছি। এবার উপন্যাস লিখছি। চমকপ্রদ ঘটনা বিন্যাসে উপন্যাসটি সাজাচ্ছি। আশা করি, এর কাহিনী ও সংলাপ পাঠক হৃদয়কে মুগ্ধ করবে।'
জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস এবারের গ্রন্থমেলায় হাজির হচ্ছেন 'কাঁদতে মানা' শীর্ষক একটি নাট্যগ্রন্থ নিয়ে। প্রকাশ প্রকাশিত হচ্ছে শব্দশিল্প প্রকাশনা সংস্থা থেকে। এ বইয়ে মোট তিনটি নাটক থাকবে। এগুলো হলো 'অরণ্য সংবাদ', 'দড়ির খেলা' এবং 'কাঁদতে মানা'। গ্রন্থমেলায় আরও প্রকাশ পাচ্ছে গীতিকার
সাজ্জাদ হুসাইনের উপন্যাস 'ঘৃণা' এবং গীতিকবিতার বই 'তবু প্রতি অধ্যায়ে আমরা নায়ক', গীতিকার ও সাংবাদিক অনুরূপ আইচের গল্পগ্রন্থ 'প্রেম নয় ভালোবাসা', উপস্থাপক-সংগীত শিল্পী-সাংবাদিক তানভীর তারেকের 'লীলা মহল' ও 'বানোয়াট বাস্তব' নামের দুটি বই প্রকাশ পাচ্ছে এবারের মেলায়। প্রকাশ পাচ্ছে নাট্যকার-সাংবাদিক গোলাম রাব্বানীর 'হুদাই-২'। টিভি টকশো সঞ্চালক-সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের 'কন্ট্রোল সি কন্ট্রোল ভি' প্রকাশ পাচ্ছে সময়-এর ব্যানারে। শব্দ শিল্প প্রকাশ করছে অভিনেতা-সাংবাদিক শাহ আলম সাজুর উপন্যাস 'ভালোবাসার বৃষ্টিতে ভিজে'। একই প্রকাশনা থেকে প্রকাশের কথা রয়েছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম বই। সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের এমন আরও বেশ কিছু বই প্রকাশের সম্ভাবনা রয়েছে একুশে গ্রন্থমেলা ২০১৪-এ। যা নাচ-গান-নাটক কেন্দ্রিক মানুষের উচ্চ সৃজনশীলতার বহিঃপ্রকাশ বলেই বিবেচনা করছেন সমালোচকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।