আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানকে বয়কটে আইন খতিয়ে দেখা হচ্ছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানকে বয়কটের ব্যাপারে আইনকানুন খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে বিল পাস করায় বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে। এ পরিস্থিতিতে গণজাগরণ মঞ্চ এবারের মেলায় পাকিস্তানকে বয়কটের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'মেলায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ব্যাপারে আন্তর্জাতিক আইনকানুন রয়েছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি।'

কর্মকর্তারা জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) বিধান অনুযায়ী কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে বাণিজ্যিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রাখা যাবে না। সার্কের মূলনীতি (সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানো) অনুযায়ীও এ মুহূর্তে পাকিস্তানকে না বলার সুযোগ নেই। সে কারণে এবারের মেলায় পাকিস্তানের অংশহগ্রহণ একপ্রকার নিশ্চিত। তবে নিরাপত্তার কথা বলে পাকিস্তান কর্তৃপক্ষ যদি মেলায় স্টল দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে, সে ব্যাপারটি আলাদা।

এদিকে মেলার মেয়াদ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনবিআর চায় মেলার মেয়াদ সংক্ষিপ্ত করে এক মাসের পরিবর্তে ১০ দিনে নামিয়ে আনতে। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতি বছরের শুরুতে অনুষ্ঠিত এ মেলা কেনাকাটা ছাড়াও রাজধানীবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি করছে। তাই মেয়াদ কমানো উচিত হবে না। সম্প্রতি এনবিআরে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রদর্শনী সামগ্রী ছাড় করানোর বিষয়ে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি সভা হয়। সেখানেও এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, পশ্চিমা বিশ্বে রপ্তানি প্রসারের লক্ষ্যে এ জাতীয় মেলা তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশেও মেয়াদ সাধারণত আট-দশ দিনের বেশি হয় না। কিন্তু বাংলাদেশে এ মেলা হয় মাসব্যাপী। রপ্তানি প্রসারের লক্ষ্যে মেলার আয়োজন করা হলেও এর মাধ্যমে আমদানি বেশি হয়ে থাকে। এ অবস্থায় ভবিষ্যতে ১০ দিনের মধ্যে মেলা সীমাবদ্ধ রাখার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, প্রতিবছর ১ জানুয়ারি এ মেলা শুরু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এবার শুরু হবে ১১ জানুয়ারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.