আমাদের কথা খুঁজে নিন

   

বিনা টিকিটে ভ্রমণে বাধা দেওয়ায় রেল স্টেশন

চট্টগ্রাম রেল ষ্টেশন থেকে মেঘনা ট্রেনে বিনা টিকেট যাত্রার সময় বাধা দিলে কয়েকজন যাত্রী (যুবক) রেল ও আরএনবির ৫ কর্মকতা-কর্মচারির উপর চড়াও হয়ে মারধর করে এবং পুরাতন রেল ষ্টেশনের টিকেট কালেক্টর অফিস (টিসি) ভাংচুর করে। আহতরা হলেন, রেলষ্টেশনের সহকারি বাণিজ্য কর্মকর্তা (এসিও) আবুল কাশেম, হেড টিসি ইমরান, টিকেট কালেক্টর (টিসি) ইমাম, মামুন, আরএনবির আনিচ। তবে এ ঘটনায় তিনজনকে আটক করেছেন পুলিশ। গতকাল বিকাল ৫টায় রেল ষ্টেশনে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক রেল কর্মকর্তা-কর্মচারি বলেন, আটককৃত তিন জনের মধ্যে একজন ট্রাফিক বজরুলের ছেলে। বিনা টিকেটে যাওয়ার সময় উত্তেজিত হয়ে রেলের কর্মকর্তাদের উপর হামলা চালায় এবং টিসি অফিসও ভাংচুর করেন। এ সময় তিনজনকে আকট করা হয়েছে। আটককৃত একজন পুলিশের ছেলে হওয়ায় বিষয়টি জিআরপি পুলিশ মুশলেখা এবং জরিমানা দিয়ে চামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসান ফারুক বলেন, তেমন কিছুই ঘটেনি। কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি বিস্তারিত খবর নিচ্ছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.