আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেনের অবস্থার আরও অবনতি

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৯ ডিসেম্বর শ্বাস নিতে কষ্ট হওয়ায় সুচিত্রাকে সন্ধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতালে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। ডায়বেটিস থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে আরও দ্রুত। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়।
ফুসফুসে পানি জমে যাওয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় সুচিত্রার। ২৩ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “সুচিত্রার রক্ত চাপ এবং অন্যান্য দিক স্থিতিশীল। তবে তার শ্বাসকষ্টের কারণে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তাকে নিয়মিত হালকা খাবার দেওয়া হচ্ছে। ”
ড. সুব্রত মৈত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম সুচিত্রার চিকিৎসায় নিয়োজিত আছেন।

এদের মধ্যে দুজন বক্ষ বিশেষজ্ঞ এবং একজন হৃদরোগ বিশারদ।
১৯২৯ সালে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার-সুচিত্রা সেন চিরায়ত জুটি হিসেবে স্বীকৃত।
তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাড়ে চুয়াত্তর’। তার অভিনীত ‘সাগরিকা’, ‘পথে হল দেরি’, ‘দ্বীপ জ্বেলে যাই’ ইত্যাদি সিনেমা আলোচিত।

হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।
‘সাতপাকে বাঁধা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন সুচিত্রা। ১৯৭৮ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।