চারপাশে হরতাল, অবরোধ আর তোষামোদ
শাফিক আফতাব................
কোনো দায়কে দায়িত্বশীল করে না আর
কোনো প্রেম আমাকে পোড়াতে পারেনা
কোনো সুখবর উন্মাদনা নিয়ে আসেনা মনে
কোনো প্রাপ্তিতে উৎফুল্ল বোধ করিনা।
সবকিছু খাপ ছাড়া মনে হয়
সব কিছু অলিক আর স্বার্থপরতা বলে মনে হয়
সবকিছুই আজ বসের আদেশ
আমার বলে কিছু নেই, আমি কুলুর বলদ
চারপাশে হরতাল, অবরোধ আর তোষামোদ।
এখানে মেধার চেয়ে কুটকৌশলের বাড় বেশি
এখানে সত্যের চেয়ে মিথ্যের ফলন বেশি
এখানে জ্ঞানের চেয়ে জ্ঞানের ভাণ বড়
এখানে মেধাবীরা ঘরকুরো একঘরে আর জড়োসরো।
আমি তাই দায়হীন এক প্রাণী জাবর কাটি !!
০৫.০১.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।