আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে সেনাদের পুনর্বিচারের পক্ষে এরদোগ

তুর্কি সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত কয়েকশ সামরিক কর্মকর্তার পুনর্বিচারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান। তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

অভিযুক্ত কর্মকর্তারা বিচার বিভাগ ও পুলিশের ষড়যন্ত্রের শিকার বলে এরদোগানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা মন্তব্য করার পর তিনি ওই কর্মকর্তাদের পুনর্বিচারের পক্ষে অবস্থান নিলেন। ২০১২ ও ২০১৩ সালে উচ্চ-পর্যায়ের বেশ কয়েকটি মামলায় কয়েকশ লোককে কারাদণ্ড দেওয়া হয়। এরদোগান বলেন, পুনর্বিচারের পক্ষেই আমাদের অবস্থান। প্রথমে পুনর্বিচারের জন্য আইনি প্রস্তুতি নিতে হবে আমাদের। তুর্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ ধরনের সিদ্ধান্ত নিলেন এরদোগান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.