তুর্কি সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত কয়েকশ সামরিক কর্মকর্তার পুনর্বিচারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান। তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
অভিযুক্ত কর্মকর্তারা বিচার বিভাগ ও পুলিশের ষড়যন্ত্রের শিকার বলে এরদোগানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা মন্তব্য করার পর তিনি ওই কর্মকর্তাদের পুনর্বিচারের পক্ষে অবস্থান নিলেন। ২০১২ ও ২০১৩ সালে উচ্চ-পর্যায়ের বেশ কয়েকটি মামলায় কয়েকশ লোককে কারাদণ্ড দেওয়া হয়। এরদোগান বলেন, পুনর্বিচারের পক্ষেই আমাদের অবস্থান। প্রথমে পুনর্বিচারের জন্য আইনি প্রস্তুতি নিতে হবে আমাদের। তুর্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ ধরনের সিদ্ধান্ত নিলেন এরদোগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।