আমাদের কথা খুঁজে নিন

   

সারা দেশে ১৮ দলের গায়েবানা জানাজা

টানা ছয় দিনের অবরোধে নিহতদের স্মরণে ঢাকাসহ সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল বাদ জুমা সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে ভিআইপি রোড সংলগ্ন জামে মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সিনিয়র কোনো নেতাকে দেখা যায়নি। তৃণমূল পর্যায়ের পাঁচ শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে বিএনপির এ এস এম হালিম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আবুল কালাম আজাদ, মাওলানা এম এ মালেক, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, আলী আকবর চুন্নু, মাওলানা নেসারউদ্দিন, জোট নেতাদের মধ্যে শাহাদাত হোসেন সেলিম, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট আবদুল মবিন প্রমুখ অংশ নেন। এদিকে জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজা শেষে দ্রুত নয়াপল্টন এলাকা থেকে সরে পড়েন জোটের নেতা-কর্মীরা।

এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সারা দেশে ১৮ দলীয় জোটের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.