খুলনা মহানগর বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু এমপি এ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বলেন, খুলনায় ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়লেও দুপুরের পরে কেন্দ্রগুলো আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, সুজা-রেজা, সোনা-মনা, পপলু, টোনা-মনি, টিপু-স্বপন, প্যারিস, কাউট-প্যারেট, কমট, হানিফ, দেব দুলাল বাড়ৈ বাপ্পী, গোলাম কাদের বাপ্পীর নেতৃত্বে জালভোটের মহোৎসবে মেতে ওঠে। তাদের একতরফা নির্বাচনে দলীয় কর্মীরাও যখন অংশ নেয়নি তখন বস্তি থেকে শিশুকিশোর নিয়ে ব্যালট পেপারে সিল মারে আর বাঙ্ েভরে। অনেক কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি না থাকলেও সন্ধ্যায় অবিশ্বাস্য সংখ্যা প্রচার করে কমিশন। এতে এসব কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারাও লজ্জা পেয়েছেন। গতকাল দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা ১৮ দলীয় জোটের সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, বিজেপির সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম, পিপলস লীগের সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি খান গোলাম রসুল, জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিংকু, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সেন্টু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, খেলাফত মজলিশের মাওলানা আলী আহমেদ, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি জানান : নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি ও ছাত্রদল। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, ভোটারবিহীন একতরফা নির্বাচন কখনো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। এ নির্বাচনে ৩ থেকে ৬ শতাংশ মানুষ ভোট প্রয়োগ করেছে । কোনো কোনো কেন্দ্রে সরকার দলের এমপি জাল ভোটে মেতে উঠেন। বিরোধী দল নাই তারপরও নৌকার ভরাডুবি হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর এলাহী, সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
পরে নির্বাচন বাতিলের দাবিতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।