আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকজুড়ে সহিংসতায় নিহত ৭০

ইরাকজুড়ে সিরিজ বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত ও আহত হয়েছে কয়েক শ। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ইরাকের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। রাজধানী বাগদাদের ১১টি এলাকায় মঙ্গলবার বিকালে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় চালানো ওইসব হামলায় অর্ধশতাধিক ব্যক্তি নিহত এবং অন্তত ২০০ লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদের বাইরে আরও কয়েকটি শহরে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আরও ২০ ব্যক্তি নিহত হয়েছে। তবে কেউ এসব পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেনি। দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা আলী জামিল বলেন, আমি একটি আগুনের কুণ্ডলি এবং বিশাল কালো ধোঁয়া দেখতে পাই। আমরা আরও বোমা হামলার আশঙ্কায় কাছে যেতে পারছিলাম না। কিন্তু ওই আগুনের ভেতর থেকে অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকার শুনতে পাচ্ছিলাম। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৪ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে।

বন্দুকধারীর হামলায় একই পরিবারের ১৬ জন নিহত : বাগদাদের কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ১৬ জন নিহত হয়েছে। ওই পরিবারের সদস্যরা শিয়া মতাবলম্বী ছিল বলে জানা গেছে। বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরে লাতিফিয়া এলাকায় দুটি বাড়িতে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা বোমা দিয়ে পাশের দুটি বাড়ি উড়িয়ে দেয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয় শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, আলজাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.