আগামী রবিবারের পরে সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। সর্বশেষ নির্বাচিত দুই স্বতন্ত্র প্রার্থীকে ৯ ফেব্রুয়ারির মধ্যে জোটভুক্ত হবে কিনা তা জানতে চেয়ে ইসি চিঠি দিয়েছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টি ও জাসদ এবার জোটভুক্ত হচ্ছে না বলে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহে ভোটার তালিকা প্রকাশের পর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করার প্রস্তুতি শেষ করা হবে। দশম সংসদে অংশ নেওয়া ১২টি রাজনৈতিক দলের মধ্যে মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নারী আসন বরাদ্দে কোনো জোটগত অবস্থান নিচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।