ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। গতকাল দেশটির দক্ষিণে বাবিল প্রদেশের শিয়া অধ্যুষিত শহর হিল্লায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। এদিকে রাজধানী বাগদাদের প্রাদেশিক কাউন্সিলর প্রধান রিয়াদ আল-আধাধের গাড়িবহরে আরেকটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ বোমা হামলায় প্রাদেশিক কাউন্সিল প্রধান অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার এক দেহরক্ষীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। এ ছাড়াও বাগদাদের দক্ষিণে কারবালা, নাসিরিয়াহ, সুয়েইরাহ ও হাফরিয়াহ এবং সুনি্ন অধ্যুষিত আবু গারিব ও মসুল শহরে বোমা হামলা চালানো হয়। এ ঘটনার একদিন আগে মসুল শহরের কাছে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আত্দঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হন। গত সপ্তাহে দেশটিতে সহিংসতায় দেড়শর বেশি মানুষ নিহত হয়েছেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।