রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশুসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলো অজয় রবি দাস (১০) এবং তরিকুল ইসলাম (৩২)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। অজয়ের মা জসমী রানী দাস জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর লালমাটিয়া পোড়াবস্তি এলাকায় নিজের বাসায় খেলা করছিল অজয়। খেলার একপর্যায়ে তার গলায় ফাঁস লেগে যায়। টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, লালমাটিয়া সুরভি স্কুলের ছাত্র অজয়। তার বাবার নাম বিট্রিশ রবি দাস। তিন ভাইয়ের মধ্যে অজয় দ্বিতীয় ছিল। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।
অন্যদিকে রমনার পরীবাগে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাসের ধাক্কায় পেট্রল পাম্পের কর্মচারী তরিকুলের মৃত্যু হয়। নিহতের খালু মিলন জানান, সকালে তরিকুল মোহাম্মদপুরের বাসা থেকে বাসযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। রূপসী বাংলা হোটেলের সামনে বাস থেকে নামার পর পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। তিনি আরও জানান, তরিকুল রূপসী বাংলা হোটেলের বিপরীতে মেঘনা মডেল সার্ভিস সেন্টারের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার বাবার নাম মোশাররফ হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।