আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের ফাঁকে সুপার লিগ

দিনদিন উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। রাজনীতির জটিল মারপ্যাঁচে প্রায় অচল জীবনযাত্রা। এর জেরে বিপর্যস্ত দেশের ক্রিকেটাঙ্গন। বিরোধী দলের হরতালে প্রায়ই বাঁধা পড়ছে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট। রাজনৈতিক অস্থিরতা না থাকলে এতোদিনে হয়তো শেষ হয়ে যেতো প্রিমিয়ার ক্রিকেট। কিন্তু শেষ হয়নি প্রথম পর্ব। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রিকেট একাডেমি। এই ম্যাচ দিয়েই শেষ হবে প্রথম পর্ব। তারপরও শেষ হইয়াও হইল না শেষের মতো ঝুলে থাকছে প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিঙ্। ব্রাদার্স ইউনিয়ন-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত 'ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ' (সিসিডিএম) মাঠে নামাতে পারছে না সুপার সিঙ্রে খেলা। অবশ্য আজ-কালের মধ্যেই এই ম্যাচের সিদ্ধান্ত জানিয়ে দিবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। তারপরই ঠিক হবে সুপার সিঙ্ েগাজী ট্যাংক, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গী হবে কোন দল? আজ প্রথম পর্বের খেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার সিঙ্রে খেলাগুলো চালাতে চাইছে সিসিডিএম। প্রয়োজনে হরতালের বিরতিতে খেলা চালাবে, এমন সিদ্ধান্তই নিয়েছে সিসিডিএম।

ব্রাদার্স ও শেখ জামাল ম্যাচ হয়েছে। জিতেছে ব্রাদার্স। কিন্তু ওই ম্যাচে গোপীবাগের দলটি খেলায় এক ম্যাচ নিষিদ্ধ সোহরাওয়ার্দী শুভকে। আবাহনী ম্যাচে অসদাচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় শুভকে। নিষিদ্ধ হওয়ার পরও শুভকে খেলায় ব্রাদার্স। হেরে প্রোটেষ্ট করে শেখ জামাল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.