প্রেম প্রত্যাখ্যান করায় ইডেন কলেজের ইংরেজি ১ম বর্ষের ছাত্রী খাদিজা আক্তারকে কুপিয়ে হত্যার দায়ে নেত্রকোনার দায়রা জজ (চলতি দায়িত্বে) ও অতিরিক্ত দায়রা জজ আদালত পলাশ খাঁকে (২২) মৃত্যুদণ্ড ও তার চার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- আটপাড়া উপজেলার খিলা গ্রামের নজরুল (৩৫), কামরুল (২৮), সজীব (২৫) ও শাহ আলম (২৭)। গতকাল বেলা পৌনে ১২টায় জনাকীর্ণ আদালতে নেত্রকোনার দায়রা জজ (চলতি দায়িত্বে) ও অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর বাড়ির সামনে পুকুর ঘাটে গোসল করতে গেলে ওতপেতে থাকা পলাশ চার সহযোগী নিয়ে দিনদুপুরে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এ সময় বাড়ির লোকজন ও এলাকাবাসী পলাশ খাঁকে হাতেনাতে ধরে ফেললেও বাকি চারজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আটপাড়া থানায় মামলা দায়ের করলে ২০১০ সালের ২০ মে পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।