আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাভার রণক্ষেত্র, গুল

সাভারের জিনজিরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। সিপিএম কম্পোজিট নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা গতকাল দুপুরে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সংঘর্ষ বাধে।

শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতন বকেয়া। দফায় দফায় তারিখ দেওয়া হলেও বেতন মেলেনি। এর মধ্যে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়লে তারা ফুঁসে ওঠেন। সকালে কারখানায় গিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালান। পরে সড়ক অবরোধ করেন। পুলিশ গুলি ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে ১১ জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন। গুলিবিদ্ধ শ্রমিকরা হলেন সালমা বেগম (৪৫), লিমা আক্তার (২৫), মোমেনা বেগম (২০), নাদিয়া পারভিন (২০), সেলিনা আক্তার (২০), সেলিম আহমেদ (৩৩), মোশাররফ হোসেন (২৭), সাদেকুল (২১), জিন্নাত আরা (২৫), সামাদ মিয়া (৫০) ও মিজানুর রহমান। আহতদের ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিক সাইফুল ইসলাম বলেন, 'তিন মাস ধরে বেতন না দিয়ে মালিকপক্ষ ঘোরাচ্ছে।' শ্রমিক নাজমা আক্তার বলেন, 'কারখানার দেড় হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।' কারখানার পরিচালক জুলফিকার হায়দার বলেন, 'আজ ১০টায় বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।' শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, 'শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর ও সড়ক অবরোধ করলে লাঠিচার্জ, রাবাট বুলেট ও টিয়ার শেল ছুড়ে তাদের নিয়ন্ত্রণ করা হয়। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.