আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরহাটে ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কেটে দ

জয়পুরহাটের পাঁচবিবিতে শরৎচন্দ্র মহন্ত নামে ছাত্রলীগের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে অবরোধকারীরা। এখানে বিএনপির কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে পিকেটারদের ককটেল হামলায় এনামুল হক (৩৫) নামে উপ-সহকারী ভূমি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। চুয়াডাঙ্গায় রাতের অাঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের একটি সংযোগ পিন খুলে রাখায় ট্রেন চলাচল বিঘি্নত হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা গতকালের হরতালে এসব ঘটনা ঘটে। দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনাও ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

জয়পুরহাট : পাঁচবিবি উপজেলা সদরের পল্লীবিদ্যুৎ কার্যালয় এলাকায় দুপুরে শরৎচন্দ্র মহন্ত নামে ছাত্রলীগের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে অবরোধকারীরা। শহরে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। এ ছাড়াও তারা ছাত্রলীগের অপর কর্মী মোমিনুরের ওপর হামলা চালিয়ে গুরুতর জখমসহ আরও চার কর্মীকে মারধর করেছে। এ ছাড়া ওই মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর মিছিলকারীরা পাঁচবিবি শহরের দানেজপুর এলাকায় একটি মাইক্রোবাস ও আওয়ামী লীগের সাবেক পৌর সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলামের বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। এ ছাড়া পাঁচবিবি থানা বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পেট্রলের আগুনে কার্যালয়ের টিভি, আসবাব ও কাগজপত্র পুড়ে যায়।

সিরাজগঞ্জ : এনামুল হক নামে উপ-সহকারী ভূমি কর্মকর্তা সকাল সাড়ে ৮টার দিকে শহর থেকে অটোরিকশা যোগে সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন। তার অটোরিকশাটি সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের ফকিরতলার কাছে পেঁৗছালে পিকেটাররা অটোরিকশাটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়। এতে ওই ভূমি কর্মকর্তা গুরুতর আহত হন। অবশ্য এতে চালকের তেমন ক্ষতি হয়নি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সদর থানার এসআই বদিউজ্জামান জানান, ককটেল হামলায় ভূমি কর্মকর্তা আহতের ঘটনায় দুপুরে পুলিশ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।

চুয়াডাঙ্গা : রাতের অাঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা চুয়াডাঙ্গায় রেললাইনের একটি সংযোগ পিন খুলে রাখায় ট্রেন চলাচল বিঘি্নত হয়েছে। এতে কোনো দুর্ঘটনা না ঘটলেও খুলনা থেকে গোয়ালন্দগামী নকশিকাঁথা ট্রেনটি ২ ঘণ্টা দেরিতে যাত্রা করে। স্থানীয়ভাবে মেরামতের পর গতকাল সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া : শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। গতকাল ভোর ৪টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ের বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে রাখা একটি দ্বিতল বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলায় ১৮ দলের ২৪ ঘণ্টা অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে মকবুল হোসেন (মাস্টার) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : যুবদল আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

সিলেট : সিলেটে মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। অন্যান্য হরতাল-অবরোধের দিনের মতো গতকাল বেলা ১১টায় কদমতলী পয়েন্ট থেকে জোটের নেতা-কর্মীরা মিছিল বের করে কিছুদূর রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.