আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২৫ জন আহত হয়েছেন। একপর্যায়ে সংঘর্ষ কবিরহাট বাজারে ছড়িয়ে পড়ে। সেখানে তিনটি দোকান ও একটি বাস ভাঙচুর করা হয়। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক মাসুদুর রহমান জানান, দুপুর ১২টার দিকে তিনিসহ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী মাঠে রোদ পোহাচ্ছিলেন। ছাত্রলীগ নেতা-কর্মীরা এ সময় তাদের ওপর হামলা চালায়। আহতদের চিকিৎসার জন্য বাজারের একটি ওষুধের দোকানে নিয়ে গেলে সেখানেও ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকজনকে মারধর করেন এবং তিনটি দোকানে ভাঙচুর চালান। তবে কলেজ ছাত্রলীগ নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ছাত্রদল কর্মীদের হামলায় জিহাদ ও জলিলসহ ছাত্রলীগের পাঁচজন আহত হয়েছেন। দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, 'কলেজ মাঠে রোদ পোহাতে গিয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.