আমাদের কথা খুঁজে নিন

   

কালীগঞ্জে ডাকাতির পর গৃহকর্তাকে অপহরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী রানা শেখের বাড়িতে ডাকাতি এবং তাকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। হাবিব শেখের ছেলে মাছ ব্যবসায়ী, ঘের মালিক রানা শেখের বাড়িতে মাইক্রোবাসযোগে একদল সশস্ত্র ডাকাত বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রানা, তার স্ত্রী মাহফুজা আক্তার মণি ও দুই বছর বয়সী ছেলে বাড়িতে ছিলেন। মাহফুজা জানান, ডাকাত দল অস্ত্রের মুখে তার চোখ ও হাত বেঁধে ফেলে। তারা রানাকে বেঁধে মাইক্রোবাসে তুলে নেয়। প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট করে।

ডাকাত দল তাদের শিশু সন্তানকেও অপহরণের চেষ্টা করে। যাওয়ার সময় মুক্তিপণ দাবি করে। তারা জানতে চায় বিদেশ থেকে আনা ১ কোটি টাকা কই?

রানা ঢাকায় মাছের ব্যবসা করেন এবং ঘের রয়েছে। তার দুই ভাই ইতালিপ্রবাসী। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ডাকাতি ও অপহরণের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.