ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী রানা শেখের বাড়িতে ডাকাতি এবং তাকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। হাবিব শেখের ছেলে মাছ ব্যবসায়ী, ঘের মালিক রানা শেখের বাড়িতে মাইক্রোবাসযোগে একদল সশস্ত্র ডাকাত বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রানা, তার স্ত্রী মাহফুজা আক্তার মণি ও দুই বছর বয়সী ছেলে বাড়িতে ছিলেন। মাহফুজা জানান, ডাকাত দল অস্ত্রের মুখে তার চোখ ও হাত বেঁধে ফেলে। তারা রানাকে বেঁধে মাইক্রোবাসে তুলে নেয়। প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট করে।
ডাকাত দল তাদের শিশু সন্তানকেও অপহরণের চেষ্টা করে। যাওয়ার সময় মুক্তিপণ দাবি করে। তারা জানতে চায় বিদেশ থেকে আনা ১ কোটি টাকা কই?
রানা ঢাকায় মাছের ব্যবসা করেন এবং ঘের রয়েছে। তার দুই ভাই ইতালিপ্রবাসী। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ডাকাতি ও অপহরণের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।