আমাদের কথা খুঁজে নিন

   

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন কমছে

নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানীর গ্রেফতার ও তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশির ঘটনায় যুক্তরাষ্ট্র ও দেশটির মধ্যে নানা টানাপড়েন শুরু হয়। তবে এবার সেই বৈরী সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মঙ্গলবার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। ওইদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বার্নস ভারতীয় রাষ্ট্রদূত এস জয়শঙ্করের সঙ্গে এক 'ফলপ্রসূ' মধ্যাহ্নভোজ ও বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় উভয় পক্ষই কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে সহমত পোষণ করেন। তারা দুই দেশের আসন্ন দ্বিপক্ষীয় বৈঠকের আওতা ও প্রাথমিক প্রস্তুতির বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। গত কয়েক সপ্তাহ বেশ কঠিন সময় গেছে বলে স্বীকার করেছেন উভয়ই। এখন তারা ব্যাপক ভিত্তিতে দ্বিপক্ষীয় বিষয়গুলো সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নিতে বদ্ধপরিকর। দুই দেশের কর্মকর্তাই উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তিক্ততার সময় উঠে আসা বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। এ ছাড়া দূষণমুক্ত জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, অর্থনীতি এবং বাণিজ্য চুক্তি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং বেসামরিক নিউক্লিয়ার উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতের একত্রে কাজ করার বিষয়ে সহমত পোষণ করেন তারা। প্রসঙ্গত, ১৯৯৮ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর নয়া দিলি্ল-ওয়াশিংটন সম্পর্কের অবনতি হয়েছিল। ওই ঘটনার পর এবার দেবযানীকে নিয়ে গণতান্ত্রিক বড় দুটি দেশের মধ্যকার সম্পর্ক স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে পেঁৗছে। ভিসা জালিয়াতির অভিযোগে ১২ ডিসেম্বর নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান। এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.