ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি দলটির প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর (৪৩) নাম ঘোষণা করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, শুক্রবারই প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হবে। এদিকে গত সপ্তাহে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক জরিপে দেখা গেছে, মাত্র ১৪ শতাংশ ভোটার মনে করেন যে রাহুল গান্ধী ভারতের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে পারবেন। জনপ্রিয়তায় ভাটা পড়ায় আগামী জাতীয় নির্বাচনে পরাজয় ঠেকাতে রাহুলকে সামনে রাখতে চাচ্ছে কংগ্রেস।
তথ্যমন্ত্রী মনিষ তিওয়ারি রাহুলের প্রতি তার সমর্থন ব্যক্ত করে বলেন, নেতারা রাহুলের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সভানেত্রী ইতোমধ্যে এমনটিই ইঙ্গিত করেছেন। আমি নিশ্চিত সঠিক সময়েই সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে রাহুল জানান, দলের নেতাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবেন তিনি। মঙ্গলবার হিন্দি ভাষার দৈনিক 'ভাস্কর'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভবিষ্যতে আমার দল আমাকে যে দায়িত্ব দেয়, আমি তা গ্রহণ করব এবং আন্তরিকতার সঙ্গে পালনে সর্বোচ্চ চেষ্টা চালাব। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তা দুর্ভাগ্যজনক হবে বলে মন্তব্য করেছেন আম আদমি পার্টি নেতা কুমার বিশ্বাস। তিনি রাহুল গান্ধীর বিপরীতে আমেথির আসনে প্রার্থী হবেন। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কংগ্রেস নয় বরং তার দল আম আদমি পার্টির সঙ্গে লড়াই হবে বিজেপির। উল্লেখ্য, ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরাই প্রাধান্য বিস্তার করে আসছে। রাহুলের মা সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রীর পদে অধিষ্ঠিত রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।