দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল করে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না_ তা জানতে চেয়ে শোকজ নোটিস জারি করেছেন হাইকোর্ট। শফিকুল ইসলামের করা এক নির্বাচনী আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, বিজয়ী প্রার্থী এম এ আউয়ালসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রব চৌধুরী। তাকে সহায়তা করেন আইনজীবী গিয়াস উদ্দিন। আবেদনে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাপক অনিয়মের মাধ্যমে বিবাদী তরীকত ফেডারেশনের এম এ আউয়ালকে (নৌকা প্রতীক) বিজয়ী ঘোষণা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।