রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশ এবং সহিংস সংঘাতের মধ্য রোববার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান।
প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার মতিঝিলের সমাবেশে সরকারকে নির্দলীয় সরকারের দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিরোধীদলীয় নেতা খালেদা।
এরপর কী কর্মসূচি দেয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু রোববার বিকালে সাংবাদিকদের জানান, রাতে স্থায়ী কমিটির বৈঠকেই কর্মসূচি চূড়ান্ত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।