পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ বলেছেন, রাষ্ট্রদ্রোহিতাসহ অন্যান্য মামলায় তাকে বেকসুর খালাস দেওয়া না হলে তিনি 'চিকিৎসা নিতে' বিদেশে যাবেন না। মোশাররফ দেশ ছেড়ে পালানোর জন্য 'অসুস্থতা'র ভান করেছেন বলে এত দিন যে খবর প্রচার হয়েছিল সেটির উল্টো খবর দিয়েছেন মোশাররফেরই একজন ঘনিষ্ঠজন। সাবেক উপ-প্রধানমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি বলেন, ৭০ বছর বয়সী মোশাররফ এখন দেশত্যাগের চেয়ে রাষ্ট্রদ্রোহিতাসহ অন্যান্য মামলায় নিষ্কৃতি পেতে চান। এলাহি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন জেনারেল মোশাররফ। ব্যক্তিগত আক্রোশ থেকে আনা এসব অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করে সম্মানের সঙ্গে এসব থেকে অব্যাহতি পেতে চান। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।