আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নের অগ্রাধিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন, মিয়ানমার ও ভারতের সঙ্গে আঞ্চলিক সংযোগ স্থাপন, ভুটান বা প্রতিবেশী অন্য কোনো দেশে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনা, কঙ্বাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম সড়ককে চার লেনে উন্নীত করার কাজকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি এ নির্দেশ দেন। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির বৈঠকেও প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে জোর দেওয়ার নির্দেশ দেন। ওই বৈঠকেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত চার লেনে উন্নীত করার প্রসঙ্গ ওঠে। স্মর্তব্য, নবম সংসদ নির্বাচনের আগে মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন করার বিষয়টি। মহাজোট সরকারের সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ শেষ করা যায়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকল্পের অগ্রগতি মাত্র ৪২ শতাংশ। ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ টাকার এ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। শম্বুকগতির কারণে এরই মধ্যে ব্যয় বেড়েছে ৮০৮ কোটি টাকা। এ পর্যন্ত তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশের অর্থনৈতিক চালচিত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এশিয়ার অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে আবিভর্ূত হওয়ার ক্ষেত্রে অবদান রাখবে এই গভীর সমুদ্র বন্দর। কারণ এর ফলে বৈদেশিক বিনিয়োগ তাৎপর্যপূর্ণভাবে বাড়বে। উন্নয়নের জন্য যার কোনো বিকল্পই নেই। আজকের যুগে উন্নয়ন ও ইন্ধনশক্তি এর একটি অপরটির পরিপূরক। বাংলাদেশে ইন্ধন শক্তির অভাব এ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভুটান, নেপাল এমনকি মিয়ানমারে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সে বিদ্যুৎ দেশে আনা গেলে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যেমন সম্ভব হবে তেমন বাড়বে দ্বিপক্ষীয় সম্পর্ক। পদ্মা সেতু নির্মাণ শুধু নবম সংসদ নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতি নয় এর সঙ্গে সরকারের ভাবমূর্তিও জড়িত হয়ে পড়েছে। প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েন শুরু হয় কথিত দুর্নীতির অভিযোগে। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় সময়মতো তা সম্পন্ন করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর যানজট সমস্যার সমাধানে মেট্রোরেল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করাও গুরুত্বের দাবিদার। আমাদের মতে, শুধু তাগিদ দেওয়া নয়, সময় মতো যাতে প্রকল্প সম্পন্ন হয় সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে যত্নবান হতে হবে। সময়ক্ষেপণ অর্থ অপচয়েরও কারণ হয়ে দাঁড়ায়। যা কাম্য হওয়া উচিত নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.