আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কুমিল্লা, ঠাকুরগাঁও, বাগেরহাট ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নন্দনপুরে গতকাল লরিচাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে। এরআগে সকালে একই মহাসড়কের ঝাগুরঝুলিতে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। এদিকে চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় ট্রাকচাপায় ফিরোজা বেগম নামে এক মহিলা নিহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা পরিষদের সামনে শনিবার রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল খালেক নিহত হয়েছেন। খালেক শহরের হাজীপাড়ার বাসিন্দা।

বাগেরহাটের রামপালে নছিমনচাপায় আবদুল কাদের নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। উপজেলার ভরসাপুর এলাকায় গতকাল এ দুঘটনা ঘটে। এ সময় আহত হন ভ্যানের যাত্রী মোবাহান। নোয়াখালী শহরের সোনাপুরে গতকাল বাসচাপায় মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম নিহত হয়েছে। আরিফুল স্থানীয় ইসলামিয়া আলিয়া মাদ্রসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও শহরের মহবব্বপুর এলাকার মনামিয়ার ছেলে সে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.