১৯৫০ সালের পর থেকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ু যেভাবে বদলে গেছে এর জন্য মানুষই দায়ী বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। ৬০ বছরে মানুষের কর্মকাণ্ডের ফলে সবুজ এ গ্রহটি কীভাবে ক্রমে প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে, এর বিস্তারিত তথ্য উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত আন্তঃসরকার সংস্থা 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' (আইপিসিসি)-এর প্রতিবেদনে। সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৫টি দেশের সরকারি কর্মকর্তা ও বিজ্ঞানীদের সপ্তাহব্যাপী সম্মেলনের পর গতকাল এ প্রতিবেদনের প্রথম পর্বের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, মনুষ্যসৃষ্ট কারণেই যে বিশ্বের জলবায়ু উষ্ণ হয়ে উঠছে, সে বিষয়ে বিজ্ঞানীরা শতকরা ৯৫ ভাগ নিশ্চিত হয়েছেন। ভূপৃষ্ঠ, সাগর, কিংবা বায়মুণ্ডল- সব ক্ষেত্রেই এর নমুনা স্পষ্ট। বিস্তারিত ভৌত প্রমাণসহ এ বিষয়টি আইপিসিসির প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। প্যানেল বলছে, গত ১৫ বছরে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ যে মাত্রায় কমানো গেছে, উষ্ণতা বৃদ্ধি নিরাপদ মাত্রায় ঠেকানোর জন্য তা একেবারেই অপ্রতুল। উষ্ণায়নের মাত্রা কমাতে হলে কার্বন গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার পাশাপাশি দীর্ঘদিন তা অব্যাহত রাখতে হবে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।