আমাদের কথা খুঁজে নিন

   

নগর উন্নয়নে সিডিএর মাস্টার প্ল্যান

চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমকে বাদ দিয়ে নগরের উন্নয়ন পরিকল্পনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ নিয়ে দুই সংস্থা নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে।

জানা যায়, সিডিএ নতুন করে নতুন মাস্টার প্ল্যান তৈরির সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয় সিডিএ। এর পর ওই দিন দুপুরেই সিটি করপোরেশনের ৪৩তম সাধারণ সভায় সিডিএ আয়োজিত মতবিনিময় সভায় কাউন্সিলররা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ কারণে সিডিএ ওই দিনই বিজ্ঞপ্তি দিয়ে মতবিনিময় সভা স্থগিত করে। কিন্তু সিডিএ নগর উন্নয়নে মাস্টার প্ল্যান করার পরিকল্পনা করে কাউন্সিলরদের দাওয়াত দিলেও বিষয়টি নিয়ে নগর পিতা ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমকে অবহিত করা হয়নি। এর পর করপোরেশনও পৃথক আরেকটি মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেয়। সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা চাই দুই সংস্থার সমন্বয়ে নগরের উন্নয়ন কাজ করা হবে। এ বিষয়টি সামনে রেখে নগর উন্নয়নের স্বার্থে সিটি করপোরেশন মাস্টার প্ল্যান তৈরি করবে। এ ব্যাপারে আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে পরামর্শ করে সব সেবা সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করব। জানা যায়, নগরীর উন্নয়ন করতে প্রতি ২০ বছরের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়। ২০ বছরের জন্য প্রণীত উক্ত মাস্টার প্ল্যান নগরীর সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মহাপরিকল্পনার ভিত্তিতে এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর আগে ১৯৯৫ সালে প্রণীত মাস্টার প্ল্যানের মেয়াদ শেষ হবে আগামী বছর। এ কারণে নতুন করে ২০ বছরের জন্য সময়োপযোগী আরেকটি মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করে সিডিএ। তবে মাস্টার প্ল্যান তৈরিতে কেবল সিডিএ নয়, নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে সম্পৃক্ত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে অভিযোগ উঠেছে, মাস্টার প্ল্যান তৈরির মতবিনিময় সভায় করপোরেশনের নির্বাচিত সব কাউন্সিলরদের দাওয়াত দেওয়া হয়নি। নিমন্ত্রণ জানানো হয়েছে কেবল আওয়ামী সমর্থিত কাউন্সিলরদের। আর সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সিটি করপোরেশনের অভিযোগ, নগর-উন্নয়ন কাজ করপোরেশন ও সিডিএ সমন্বয় করে কাজ করার কথা। কিন্তু সিডিএ কোনো ধরনের সমন্বয় না করে নতুন করে মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেয়। সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) শাহীনুল ইসলাম খান বলেন, আমরা কাজটি মাত্র শুরু করেছি। তাই শুরুর পর্যায়ে কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে কাজ করি। পরে কাজ চূড়ান্ত পর্যায়ে গেলে মেয়রকে জানানো হতো। তাই আমরা সব কাউন্সিলরকে সরাসরি ফোনে দাওয়াত দিয়েছি। তবে আগামীতে সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে মাস্টার প্ল্যানের কাজ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.