আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেনের পাঁচটি অজানা তথ্য

১. সুচিত্রা সেন ও উত্তম কুমার বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। জানা যায়, সুচিত্রা প্রযোজককে বলেছিলেন সিনেমার পোস্টারে তার নাম উত্তম কুমারের আগে লিখতে।

 

২. অত্যন্ত জনপ্রিয় থাকার পরও হঠাৎ করেই সুচিত্রা অন্তরালে চলে যান এবং প্রায় তিন দশক তাঁকে একেবারেই জনসমক্ষে দেখা যায়নি।

 

৩. সুচিত্রা নয়াদিল্লি গিয়ে ভারতের অত্যন্ত সম্মানজনক দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সম্মাননা প্রত্যাখ্যানকারী একমাত্র তারকা তিনি।

 

৪. সাত পাকে বাঁধা সিনেমায় অভিনয় করে ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবের প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সুচিত্রা। সত্যজিৎ রায়ের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করতে অস্বীকৃতি জানান সুচিত্রা সেন।

 

৫. বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সুচিত্রা সেন কিছু হিন্দি সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন। সুচিত্রা অভিনীত বলিউডি সিনেমার মধ্যে রয়েছে দেবদাস, আন্ধি ও মমতা। ব্যক্তিগত জীবনেও তিনি খুবই ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন।

তিনি অভিনেত্রী মুনমুন সেনের মা এবং রিমা সেন ও রাইমা সেনের মাতামহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।