বস্তিবাসীকে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতা গড়ে তুলতে গুড হীল ট্রাস্ট ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেয়া একটি যৌথ উদ্যোগের আওতায় ওই ক্লিনিক চালু করা হয়েছে।
ভার্চুয়াল নিটওয়্যার নামক একটি নেতৃস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্লিনিকটি নির্মাণে খরচের যোগান দিয়েছে। ক্লিনিকে একটি সৌর প্যানেল দিয়েছে ইঞ্জেন নামের স্থানীয় সৌর প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
এর আওতায় তিন লাখ বস্তিবাসী স্বাস্থ্য সেবা পাবে বলে উদ্যোক্তারা মনে করছেন।
মঙ্গলবার সকালে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে গুড হীল ট্রাস্টের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, "আমরা এটা উপেক্ষা করতে পারবো না যে, আমরা এই বস্তিবাসী মানুষগুলোর ওপর নির্ভরশীল।
আমাদের উচিৎ এদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। "
"বস্তির মানবেতর জীবনকে অতিক্রম করে তারা যাতে একটি সুস্থ ও সুন্দর জীবনের সন্ধান পায় সেদিকেও আমাদের নজর দেয়া প্রয়োজন," বলেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম ও ইঞ্জেনের চেয়ারম্যান আসিফ মাহমুদ।
বস্তিবাসীদের কল্যাণে ক্লিনিক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পেরে আনন্দিত বলে জানান ভার্চুয়াল নিটওয়্যারের চেয়ারম্যান রেজাউল হক।
তিনি বলেন, গুলশান ২ এলাকায় তার একটি পোশাক কারখানা আছে। ওই কারখানার কর্মীদের অনেকেই কড়াইল বস্তিতে থাকে।
তারাও এখান থেকে স্বাস্থ্য সেবা পাবে।
এই অঞ্চলের অন্যান্য পোশাক কারখানার মালিকরাও এই ক্লিনিকের কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সের গুলশান স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার মোবিন তালুকদার অনুষ্ঠানে বস্তিবাসীদের জন্য কিভাবে ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হবে তা তুলে ধরেন।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে আজাদ খান বলেন, এখানে ক্ষুদ্র স্বাস্থ্য বীমার আওতায় স্বল্প ব্যয়ে বস্তিবাসীরা স্বাস্থ্য সেবা পাবে। পর্যায়ক্রমে দেশের সব সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সেবা পৌঁছে দেয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ আলী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগ প্রতিরোধ বিষয়ে জানতে পারবে। আর তার মাধ্যমে একটি সুস্থ্ ও সুন্দর জীবনের দেখা পাবে তারা।
অনুষ্ঠানের শুরুতে গুড হীল ট্রাস্টের নির্বাহী পরিচালক তানভীর রকিব এই ক্লিনিক প্রতিষ্ঠার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
কড়াইল বস্তিবাসীদের কল্যাণে যেসব কর্মসূচি চলছে সেগুলোতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য গুলশান, বনানী ও মহাখালী এলাকার প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা
বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ও গুড হীল ট্রাস্টের যৌথ উদ্যোগে এদিন 'বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা' নামের আরেকটি কার্যক্রমও চালু হয়।
এর আওতায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে অসুস্থ ও বয়স্কদের নানা ধরনের স্বাস্থ্যসেবার দেয়ার পাশাপাশি তাদের চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা দেবে।
প্রথম পর্যায়ে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের গুলশান স্বাস্থ্য ক্লিনিকের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আটজন স্বাস্থ্যকর্মী নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে রোগীর রক্তচাপ ও তাপমাত্রা পরিমাপ, স্যালাইন ও ইনসুলিন দেয়া, ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য রক্ত, মল-মূত্র ইত্যাদির নমুনা সংগ্রহ, বাসায় চিকিৎসককে ডেকে নেয়া, রোগীর বাড়িতে ইসিজি, আল্ট্রাসাউন্ড, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থাসহ দেশের যে কোনো হাসপাতালে জরুরি অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।