আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জকে নিয়ে বিদ্রূপাত্দক মন্তব্য করেছেন। আমার কাছে মনে হয়, বেগম জিয়া আসলে রেগে গিয়ে হেরে গেছেন। গতকাল সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে মত ও পথের পার্থক্য থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে। কিন্তু বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের একটা জেলা আবহমানকাল ধরে যেটি চলে আসছে, এখন তিনি হঠাৎ করে গোসসা করে জেলাটির নাম পরিবর্তন করার কথা বলেছেন এবং খুবই অমার্জিত ও অশালীন ভাষায়। একজন দায়িত্বশীল নেতা হিসেবে এ ধরনের আচরণ বা ভাষা তিনি প্রয়োগ করতে পারেন না বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর জন্মস্থানের নাম যিনি বদলাতে চান তিনি কি ক্ষমতায় এসে বাংলাদেশের নাম বদলাতে চান? শেখ হাসিনার ওপর গোসসা করে তিনি গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিয়ে দিতে চান? গোপালগঞ্জের পরিবর্তে বিকৃত গোপালী শব্দটি বিরোধীদলীয় নেতার মুখে মানায় না। এটাই কি দায়িত্বশীলতার পরিচয়? এটা মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে আমার সবিনয় প্রশ্ন। যোগাযোগমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলন এখন নয়াপল্টনেও নেই, রাজপথেও নেই। তাদের আন্দোলন এখন আদালতের অঙ্গনে সীমিত হয়ে গেছে। দ্বিতীয়বার কর্মসূচি দিয়ে নির্ধারিত সময়ে সকাল ১০টায় নয়াপল্টনে ১০ জন লোকও জমায়েত করা যায়নি। এ রকম দেউলিয়াপনা আমাদের ইতিহাসে বিরোধী দলের রাজনীতির আন্দোলনে আর কখনো দৃশ্যমান হয়নি। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলছি, অসাম্প্রদায়িক রাষ্ট্রকাঠামো রক্ষার জন্য আমাদের সামনে এ নির্বাচনের কোনো বিকল্প ছিল না। মন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে যারা গতকাল আদালত অঙ্গনে বাড়াবাড়ি করেছেন, দলের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে। যারাই দোষী সাব্যস্ত হবেন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই_ লাঠি নিয়ে আর কোনো মিছিল হবে না, মিছিল হবে নৌকা নিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।