আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল ভুলে গেছেন মেসি!

ইনজুরি থেকে ফেরার পর লিওনেল মেসি আপন রূপে খুব বেশি বার ভক্তদের সামনে হাজির হতে পারেননি। বিশেষ করে লা লিগার গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি ছিলেন একেবারেই অনুজ্জ্বল। ভক্তদের দৃষ্টি মোটেও কাড়তে পারেননি তিনি। বার্সেলোনার সাবেক সহকারী কোচ অ্যাঞ্জেল কাপ্পা মনে করেন, লিওনেল মেসি আগের মতো দুর্দান্ত ফুটবল খেলতে পারছেন না। 'ফুটবল খেলতে হয় প্রচণ্ড আবেগ নিয়ে। আগে মেসি যেমন ছিল। তাছাড়া দিয়েগো ম্যারাডোনার মতো গ্রেটও এমন আবেগ নিয়েই খেলতেন।' ১৯৮০'র দশকে সিজার লুইসের সহকারীর দায়িত্ব পালন করেন আর্জেন্টাইন অ্যাঞ্জেল কাপ্পা। লা জারজার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'সে ম্যাচে (ভিলারিয়ালের বিপক্ষে) ভালোই খেলেছে। কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার মতো ফুটবলার এমন খেলা কীভাবে খেলল! যদি আমরা চার বছর আগের কথাও ভাবি, দেখি একজন তারকা দুর্দান্ত ফুটবল খেলছে।' সমালোচনা করলেও অ্যাঞ্জেল মনে করছেন, অতি দ্রুতই মেসি তার পুরনো রূপে ফিরে আসবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.