আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি লুট ও দুটি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে গতকাল বেলা ১১টায়। জাতীয় সংসদের নোয়াখালী-৬ হাতিয়া আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম আমিরের কর্মী স্থানীয় বুড়িরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসারকে ৫ জানুয়ারি নির্বাচনের দিন পিটিয়ে আহত করে আওয়ামী লীগের প্রার্থী আয়েশা ফেরদৌসের কর্মীরা। গুরুতর আহত কাওসারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ১৩ দিন চিকিৎসা শেষে গতকাল তিনি ঢাকা থেকে নদী পথে হাতিয়া তমরদ্দি ঘাটে পেঁৗছেন। শতাধিক মোটরসাইকেল নিয়ে আমির সমর্থিত আওয়ামী লীগ কর্মীরা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তমরদ্দি ঘাটে আসে। এ সময় আয়েশা আলী সমর্থিত কর্মীদের হামলায় ২৫ নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে ছায়েদ ও জহর আলীর অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় সংসদের নোয়াখালী-৬ হাতিয়া আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি প্রার্থী ও ভোটারদের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু আজ তার নির্বাচন করতে গিয়ে একশ'র বেশি নেতা-কর্মী বাড়িছাড়া। এ বিষয়ে হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাবি্ব বলেন, খবর পেয়ে দ্রুত তমরদ্দি বাজারে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

জামালগঞ্জে আহত ১৫ : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জামালগঞ্জ উজেলার রাজাপুর গ্রামে দু্ই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সকাল ১০টায় গ্রামের আলী উসমান ও আতিকুর রহমানের পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.