জনশক্তি রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে পড়েছে। ২০১২ সালের চেয়ে বিদায়ী ২০১৩ সালে প্রায় দুই লাখ কম জনশক্তি রপ্তানি হয়েছে। জনসংখ্যা রপ্তানির এ নেতিবাচক চিত্র দেশের রেমিট্যান্সে বিরূপ প্রভাব বিস্তার করছে। মাত্র এক বছরেই দেশের রেমিট্যান্স আয় কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ১৯৭৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৭ বছরে রেমিট্যান্স আয় ক্রমাগত হারে বাড়লেও গত বছর প্রথমবারের মতো আগের বছরের চেয়ে রেমিট্যান্স আয় কমেছে। জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে প্রাণভোমরা হিসেবে বিবেচিত। বিশ্বমন্দার মুখেও বাংলাদেশের অর্থনীতি জোর কদমে এগিয়ে চলছে রেমিট্যান্স আয়ের কারণে। জনশক্তি রপ্তানি হ্রাস এবং রেমিট্যান্স আয় হ্রাস পাওয়া সে দিক থেকে একটি উদ্বেগজনক ঘটনা। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বাংলাদেশের সমৃদ্ধ শ্রমবাজার হিসেবে বিবেচিত। এসব দেশে জনশক্তি রপ্তানি এখন ক্রমান্বয়ে কমছে। গত বছর সৌদি আরবে জনশক্তি রপ্তানির পরিমাণ ছিল মাত্র ১২ হাজার ৫৬৯ জন। এটি আগের বছরের চেয়ে প্রায় অর্ধেক। সংযুক্ত আরব আমিরাতে আগের বছরের চেয়ে দুই লাখ জনশক্তি কম রপ্তানি হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি হ্রাস পাওয়ার ঘটনা এ খাতের ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠার সৃষ্টি করছে। সমৃদ্ধ আরব দেশগুলোতে বিদেশি কর্মজীবীর সংখ্যা কোনো কোনো ক্ষেত্রে তাদের জনসংখ্যার প্রায় কাছাকাছি। বিশ্বমন্দার কারণে এসব দেশ জনশক্তি আমদানিতে কৃচ্ছ্র অবলম্বন করছে। সেসব দেশে কর্মরত বাংলাদেশিদের একাংশের ভিসার শর্ত লঙ্ঘন ও উচ্ছৃঙ্খল আচরণ জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। বিশেষত বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে নানা ধরনের অপরাধবৃত্তিতে জড়িত। তাদের অপরাধের দায় পড়ছে বাংলাদেশিদের ওপর। দেশের ভাবমূর্তিতে তা কলঙ্ক চাপিয়ে দিচ্ছে। আমাদের মতে, জনশক্তি রপ্তানির ধারা অব্যাহত রাখতে ব্যাপকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। শীর্ষ পর্যায়ে যোগাযোগ নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে প্রবাসীরা যে অর্থ পাঠান তা যাতে ব্যাংকিং খাতের মাধ্যমে পাঠানো হয় তা নিশ্চিত করতে হবে। অদক্ষের বদলে দক্ষ জনশক্তি রপ্তানিরও উদ্যোগ নেওয়া দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।