যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা
বিশ্বের বৃহত্তম পতাকার রেকর্ডধারী কে?
এ নিয়ে সবার মধ্যে একটি ভুল ধারনা আছে যে বাংলাদেশের রেকর্ডটি কি ঠিক আছে না এর রেকর্ডটি কাতার ভেংগেছে
আসেন জেনে নেই এই দুই দেশের পতাকার বিশ্ব রেকর্ডের ব্যাপারটি কি
প্রথমে বাংলাদেশ
২০১৩ সালের ১৬ই ডিসেম্বর তারিখে বাংলাদেশ তার বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করে, এতে অংশ নেন ২৭ হাজার ১১৭ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সেনাসদস্যরা এবং ঐ দিনে সবচেয়ে বেশি মানুষ মিলে একসাথে গেয়েছেন আমাদের জাতীয় সঙ্গীত।
এখানে দেখে নিতে পারি
২৭ হাজার ১১৭ জনের হাতে ছিল একটি করে প্লাকার্ড এবং সবাই যখন এটি ৬ মিনিট ১৬ সেকেন্ড উচু করে ধরে রাখে তখনই তৈরী হয় বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা
এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের যাতে অংশ নেয় ২৪ হাজার ২০০ জনের মানুষ
এবার বাংলাদেশের অন্যান্ন বিশ্ব রেকর্ডগুলি দেখে নেই
১। পৃথিবীর সবচেয়ে বড় ব'দ্বীপের নাম বাংলাদেশ ।
২। ১৪ এপ্রিল ১৯৮৬ সালে ২.২ পাউন্ড ওজনের পৃথিবীর সবচেয়ে বড় শীলাটি পড়েছিলো গোপালগন্জে।
এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩। পৃথিবীর সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ।
৪।
ষ্ট্যাপলার পিন দিয়ে হাতে বানানো দীর্ঘ শিকল বানানোর রেকর্ডটি গড়ে খন্দকার শিহাব আহমেদ ২০০৭ সালে, যার দৈর্ঘ ৪২২ ফুট ৪ ইন্চি
৫। সুপার গ্রান্ডফাদার হিসেবে বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে উল্লেখ করা আছে । উনার নাতিনাতনীর সংখ্যা ৫ শতাধিক । ১১৫ বছর বয়সে তিনি মারা যান ।
৬।
জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে ।
৭। সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি । ১৯৮৬ সালে আমিনপুর , পাবনাতে দু পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়
৮। ১৬ ডিসেম্বর , ২০১৩ ।
বাংলাদেশের ৪৩ তম বিজয় দিবসে ৩ লাখের বেশি বাঙালি এক সময়ে একসঙ্গে গাইলেন তাদের প্রাণের জাতীয় সংগীত । আরও একটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ । এর আগে এ রেকর্ড ছিল ভারতের দখলে ।
এর পর কাতার
২০১৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে কাতার তার ন্যাশনাল ডেতে বিশ্বের সবচেয়ে বড় পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করে, কাপড়ের তৈরী এ পতাকাটির নামকরন করা হয় “Flag of Gratitude and Loyalty” এতে অংশ নেয় ৬০টি দেশের শিশু।
এটি কাপড়ের তৈরী যা ১০১৯৭৮ স্কয়ার মিটার বা ১৪ টি ফুটবল মাঠের সমান যার লম্বা ৫০৯ মিটার এবং প্রস্থ ২০০ মিটার, পতাকাটি সম্পূর্ন কাপড়ের তৈরী এবং এর ওজন ৯.৮ টন
এর আগের রেকর্ডটি ছিল রোমানিয়ার যা ছিল ৭৯০০০ স্কয়ার মিটার
এবার কাতারের অন্যান্ন রেকর্ডগুলি দেখে নেই
১।
Largest soccer ball
২। Longest thank-you letter to a ruler
৩। Largest Monopoly game
৪। Biggest squash racket
৫। Largest T-Shirt
এবার তাহলে বোঝা গেল ব্যাপারটা যে দুইটা আলাদা আলাদা রেকর্ড
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরী পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে
আর
কাতার বিশ্বের সবচেয়ে বড় কাপড়ের তৈরী পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।