আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় ৫শ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় ৫শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। সেই সাথে ফেন্সিডিল বহনকারী একটি ভুটভুটি জব্দ করা হয়।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আজ সকাল থেকে চৌবাড়িয়া বাজারের গরুহাটি এলাকায় অবস্থান নেন। দুপুরে ১টার দিকে একটি ভুটভুটিতে ফেন্সিডিল পাচারের সময় পুলিশ সেটি আটক করে। পরে তল্লাশী চালিয়ে ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাঁচ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (২৫), এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক (২৬), জাহের উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৩০), মির্জাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেন্টু (২৮) এবং নাচোল উপজেলার খেসবা গ্রামের কেতাব উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৫)।

তিনি আরও জানান, ফেন্সিডিলের চালানটি শিবগঞ্জের কানসাট বাজার থেকে ঢাকায় নেয়ার পথে উল্লেলখিত স্থানে আটক করা হয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.