আমাদের কথা খুঁজে নিন

   

বন্দীতে ঠাসা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

রাজনৈতিক ধরপাকড় আর গণগ্রেফতারের কারণে বন্দীতে ঠাসা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। তিল ধারণের ঠাঁই নেই। ধারণ ক্ষমতা ১ হাজার ৮৫৭ জন হলেও বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজারেরও বেশি বন্দী রয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর নাছির উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার ও দশ ট্রাক অস্ত্র আটক মামলার আসামিসহ রাজনৈতিক বন্দী রয়েছেন এক হাজারের বেশি। বর্তমানে রাজনৈতিক কোনো মামলায় নিম্ন আদালতে জামিন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে বন্দী সামাল দিতে বেসামাল হয়ে পড়ছে কারা কর্তৃপক্ষ। কারাগারে ঠাসাঠাসি অবস্থানের কারণে ভিআইপি বন্দীদের অসুখ-বিসুখের হার বাড়ছে। ধারণ ক্ষমতার বাইরে বন্দী থাকায় তাদের চিকিৎসাও ঠিকমতো করতে পারছে না কারা কতৃপক্ষ। কারাগারে বন্দী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি গোলাম আকবর খোন্দকারের ছেলে ব্যারিস্টার তারেক আকবর খন্দকার জানান, তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরেই অসুস্থ। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেনি কারা কর্তৃপক্ষ। জেল কোড অনুযায়ী ভিআইপি বন্দীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক কোনো মামলায় নিম্ন আদালতে জামিন দেওয়া হচ্ছে না। এ জন্য কারাগারে বন্দীর সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ছগীর মিয়া বলেন, ধারণ ক্ষমতার বাইরে হলেও বন্দী ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে না। জনবল ও চিকিৎসক বাড়ানোর বিষয়টি জানানো হলেও কাজ হয়নি। কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী ধারণ ক্ষমতা মাত্র ১ হাজার ৮৫৭ জন। গত বৃহস্পতিবার পর্যন্ত বন্দীর সংখ্যা ছিল ৫ হাজার ২৮১ জন। এদের মধ্যে শ্রেণীপ্রাপ্ত ৭, মহিলা ১৬২, মা-শিশুসহ ৪৬, মহিলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২, সিভিল ২, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ ২০, হাজতি ৪,৪৬৮, বিনাশ্রম ১১১, বিডিআর ৭১, বিদেশি ৭৬, জেএমবি ১৫, নিরাপদ হাজতি ৮, ৫৪ ধারার ১৬, অনূধর্্ব ১৬ ও ১৮ শিশু-কিশোর ১৫ জন বন্দী রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.